আগরতলা, ১৫ ফেব্রুয়ারী: আগামী ১৬ ফেব্রুয়ারি অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের ডাকা ভারত বনধের সমর্থনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রাজপথে মিছিল সংঘটিত করেছে। এদিন মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
প্রসঙ্গত, অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নামছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বিজেপি সরকার রাজ্যে কর্পোরেটরদের স্বার্থে অসংগঠিত শ্রমিকদের অবহেলিত করে রেখেছে। শ্রমিকদের দৈনিক কাজের হার কমে যাচ্ছে। রাজ্যে রাজ্যে রেগা শ্রমিকদের ১০০ দিনের কাজ কমিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন দিক থেকে শ্রমিকরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এমনটাই অভিযোগ তুলে আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্দ্যোগে রাজপথে মিছিল সংঘটিত করা হয়েছে।