রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন পেশ নাড্ডার, পারমার বললেন বিজেপি এখনও গণতান্ত্রিক

গান্ধীনগর, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): রাজ্যসভা নির্বাচনের জন্য মানোন্নয়ন পত্র জমা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার গান্ধীনগরে গুজরাট বিধানসভায় গিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন নাড্ডা। গুজরাট থেকে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার প্রার্থী হিসাবে এদিন মনোনয়ন পত্র পেশ করেছেন জে পি নাড্ডা।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ছাড়াও এদিন মনোনয়ন পত্র পেশ করেছেন ডঃ যশবন্তসিনহ সালামসিনহ পারমার এবং ময়ঙ্কভাই ধোলাকিয়া, উভয়েই গুজরাট থেকে রাজ্যসভার প্রার্থী হিসাবে নিজেদের মনোনয়ন জমা দিয়েছেন৷ রাজ্যসভার প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়ার পরে ডঃ যশবন্তসিনহ সালামসিনহ পারমার বলেছেন, “বিজেপি বৃহত্তম দল এবং এখনও গণতান্ত্রিক। আমার মনোনয়ন প্রমাণ করে যে দলে অভ্যন্তরীণ গণতন্ত্র রয়েছে। আমি কখনই ভাবিনি যে দল আমাকে এমন একটি বড় দায়িত্ব দেবে।”