আগরতলা, ১৫ ফেব্রুয়ারি: নোংরা রাজনীতি খেলায় ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করার প্রচেষ্টা চলছে। গত ১২ ফেব্রুয়ারির রোমান হরফের দাবিতে বনধে নাটক মঞ্চস্থ হয়েছে। আজ ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ তুলেছে টিএসইউ।
টিএসইউ-এর জনৈক ছাত্র নেতা বলেন, রোমান হরফে ককবরক স্ক্রিপ্ট লেখার দাবি প্রথম তুলেছিল টিএসইউ। টিএসইউ’র দাবি মেনেই রাজ্যসরকার রোমান হরফে ককবরক স্ক্রিপ্ট লেখার অনুমোদন দিয়েছে বলে দাবি তাঁদের। কিন্তু এখন রোমান হরফে ককবরক স্ক্রিপ্ট লেখা নিয়ে তিপ্রা মথা রীতিমতো নাটক করেছে।
সেদিন তিনি আরও বলেন, রোমান হরফে ককবরক স্ক্রিপ্ট লেখা নিয়ে তিপ্রা মথা ডাকা বনধ একটা নাটক মঞ্চস্থ। কারণ, দাবি করার ১২ ঘণ্টার মধ্যে তাঁদের দাবি পূরণ করা হয়েছে।

