আগরতলা, ১৫ ফেব্রুয়ারি: ত্রিপুরাবাসীর স্বাস্থ্য সুরক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা। আজ আগরতলার নেতাজী সুভাষ বিদ্যানিকেতন প্রাঙ্গণ থেকে এই প্রকল্পের সূচনা৷ অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা।
এদিনের অনুষ্ঠানে কয়েকজন বেনিফিশিয়ারির হাতে এই সুবিধা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।এদিন তিনি আশা ব্যক্ত করে বলেন, বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা সহ মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প সব ঘরেই এবার সুস্বাস্থ্যের গ্যারান্টি সুনিশ্চিত করবে।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, জাতীয় স্বাস্থ্য মিশনের অতিরিক্ত মুখ্য নির্বাহী আধিকারিক ড: বসন্ত গর্গ রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে সহ অন্যান্যরা।