নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): কৃষকদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে সরকার, ফের বললেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা। একইসঙ্গে কৃষকদের ইউনিয়নের কাছে তাঁর আহ্বান, আলোচনার পরিবেশ বজায় রাখুন। বুধবার সকালে দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা বলেছেন, “আমরা আলোচনার জন্য প্রস্তুত রয়েছি, সমস্ত দিক বিচার করে আমাদের আলোচনা করতে হবে। কৃষক ইউনিয়নের কাছে আমি অনুরোধ করছি, আলোচনার পরিবেশ বজায় রাখুন।”
কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা আরও বলেছেন, “আমি আগেই বলেছি, যে কৃষক ইউনিয়নের সঙ্গে ইতিবাচক আলোচনা করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”