নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): সুস্থায়ী প্রবৃদ্ধির জন্য প্রয়োজন শক্তি, নিরাপত্তা ও স্থায়িত্ব। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার আন্তর্জাতিক এনার্জি এজেন্সির মন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমরা প্রতিটি মিশনে দক্ষতা, গতি, গুণমান নিয়ে আসি। আমি নিশ্চিত ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) তখনই উপকৃত হবে, যখন ভারত এতে বড় ভূমিকা পালন করবে।”
প্রধানমন্ত্রী আহ্বান জানিয়ে বলেছেন, “আসুন বিদ্যমান অংশীদারিত্বকে শক্তিশালী করতে এবং নতুনের গঠনের জন্য এই প্ল্যাটফর্মটি ব্যবহার করি। আসুন আমরা একটি পরিষ্কার, সবুজ এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ে তুলি।” প্রধানমন্ত্রীর কথায়, “বিশ্ব জনসংখ্যার ১৭ শতাংশ ভারত।। আমরা বিশ্বের কিছু বৃহত্তম শক্তি অ্যাক্সেস উদ্যোগ চালাচ্ছি, তবুও আমাদের কার্বন নির্গমন বিশ্বব্যাপী মোটের মাত্র ৪ শতাংশ। তবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।”