আগরতলা, ১৪ ফেব্রুয়ারি: আজ বাগদেবীর আরাধনা। সকাল থেকেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে ছাত্র ছাত্রীদের মধ্যে বাগদেবীর আরাধনাকে কেন্দ্র করে। স্কুল কলেজ থেকে শুরু করে সর্বত্রই সকাল থেকে শুরু হয়ে বিদ্যার দেবীর আরাধনা।
সকাল থেকেই কচিকাঁচা ছাত্রছাত্রীদের বিদ্যালয় মুখী হতে দেখা যাচ্ছে। সারা বছর নির্বিঘ্নভাবে বিদ্যা অর্জনের আশায় বিদ্যার দেবীর আরাধনা করছেন প্রত্যেকেই। ধুমধাম করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পূজিত হচ্ছেন মা সরস্বতী। রাজধানীর প্রতিটি কলেজ ও বিদ্যালয়েও এই পূজার আয়োজন করা হয়েছে। সকাল থেকেই চলছে ছাত্রছাত্রীদের আনন্দ আর হই হুল্লোড়।