দেহরাদূন, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : আগামী ১২ মে থেকে ভক্তদের জন্য উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামের দরজা খুলে দেওয়া হবে। বুধবার মন্দির কমিটি জানিয়েছে, উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামের দরজা ১২ মে সকাল ৬ টায় ভক্তদের জন্য খুলে দেওয়া হবে।
বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির চেয়ারম্যান অজেন্দ্র অজয় বুধবার জানিয়েছেন, ঐতিহ্য বজায় রেখে এদিন বসন্ত পঞ্চমী উপলক্ষে নরেন্দ্র নগর প্রাসাদে একটি ধর্মীয় অনুষ্ঠানের পরে মন্দিরের দরজা খোলার তারিখ এবং সময় ঘোষণা করা হয়। এদিন মন্দির খোলার তারিখ ঘোষণার সময় উপস্থিত ছিলেন, তেহরি মালা রাজ্য লক্ষ্মী শাহ, তাঁর স্বামী মনুজেন্দ্র শাহ এবং তাদের মেয়ে শ্রীজা শাহ সহ বিজেপি সাংসদ। এছাড়াও তেহরির রাজপরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তেহরি রাজপরিবার মন্দির খোলার সঙ্গে সম্পর্কিত আচার-অনুষ্ঠানের একটি অবিচ্ছেদ্য অংশ।
এই মন্দির তুষারপাতের কারণে প্রতি বছর শীতকালে বন্ধ হয়ে যায়। মন্দিরটি ১০,০০০ ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত। বদ্রীনাথ ধাম খোলার তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে এই বছরের যাত্রার প্রস্তুতি শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন অজেন্দ্র অজয়।