আগরতলা, ১৩ ফেব্রুয়ারি: আগামীকাল বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা। আগরতলা শহরের বিভিন্ন বাজারে বাগদেবীর প্রতিমা নিয়ে ব্যস্ত ব্যবসায়ীরা। এদিন স্কুল, কলেজ পড়ুয়াদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে।
প্রসঙ্গত, সাধারণভাবে মাঘ মাসে শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। এদিন রাজ্যের বিভিন্ন বাজারে দেবী সরস্বতীর মূর্তির পসরা সাজিয়ে বসে আছে ব্যবসায়ীরা। এদিন বাজারে ক্রেতাদের ভিড় ছিল লক্ষ্যনীয়।
তাছাড়া, এদিন স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মধ্যে সরস্বতী পূজাকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে।