BRAKING NEWS

নাইডু ট্রফি :‌ প্রত্যাশিতভাবেই মহারাষ্ট্রের কাছে ত্রিপুরার ইনিংস সহ পরাজয়

ত্রিপুরা: ১৮০, ১৬৬

মহারাষ্ট্র: ৪৪৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি।। আবারও লজ্জাজনক পরাজয় ত্রিপুরার। শুধুমাত্র ব্যাটসম্যানদের ব্যর্থতায়। পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিলো দ্বিতীয় দিনের শেষেই। দেখার ছিলো তৃতীয় দিন কতটা লড়াই ছুড়ে দিতে পারেন ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা। কার্যত এর ছিটেফোটাও দেখা যায়নি। রাজ্যদল পরাজিত হলো ইনিংস এবং ৯৭ রানে। মহারাষ্ট্রের বিরুদ্ধে। অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। ৪ দিনের ম্যাচ শেষ হলো আড়াই দিনেই। প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় পরাজয়ের অন্যতম কারন। ঔরঙ্গবাদ জেলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার ১৮০ রানের জবাবে স্বাগতিক মহারাষ্ট্র প্রথম ইনিংসে ৪৪৩ রান করেছিলো। ২৬৩ রানে পিছিয়ে থেকে ত্রিপুরা দ্বিতীয় ইনিংসে ১৬৬ রান করতে সক্ষম হয়। ১৮-‌২১ ফেব্রুয়ারি ত্রিপুরা মরশুমের শেষ ম্যাচ খেলবে ঝাড়খন্ডের বিরুদ্ধে। বোকারোর বি এস এল স্টেডিয়ামে হবে ম্যাচটি। দ্বিতীয় দিনের ১ উইকেটে ২৬ রান নিয়ে খেলতে নেমে মঙ্গলবার দিনের শুরু থেকেই ক্রমাগত উইকেট হারাতে থাকে ত্রিপুরা। রাজ্যদলের কোনও ব্যাটসম্যানই স্বাগতিক দলের বোলারদের সামনে মাথা তুলে দাড়াতে পারেননি। ত্রিপুরা ৪১.‌৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৬৬ রান করতে সক্ষম হয়। রাজ্যদলের হযে কিছুটা লড়াই করার চেষ্টা করকেন দুর্লব রায়। করেন ৪৫ রান। ওই রান করতে ৪৩ বল খেলে ৬ টি বাঊউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারি মারেন দুর্লব। এছাড়া রাজ্যদলের পক্ষে নাইন ওয়াচম্যান চন্দন রায় ৭৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৯, দলনায়ক সেন্টু সরকার ২২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০, দ্বীপজয় দেব ২১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬, তন্ময় দাস ২৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং অভিজিৎ দেববর্মা ১০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১২ (‌অপ:‌) রান করেন। মহারাষ্ট্রের পক্ষে ভিকি ওস্তাল ৫২ রানে ৫ টি এবং এ আর নিশাদ ৩২ রানে ৩ টি উইকেট দখল করেন। ম্যাচে ইনিংসে জয় পাওয়ায় বোনাস সহ ৭ পয়েন্ট পেলো মহারাষ্ট্র। ত্রিপুরা ম্যাচ থেকে কোনও পয়েন্ট পায়নি। আসরে আপাতত ৬ ম্যাচ খেলে মহারাষ্ট্র-‌র পয়েন্ট‌ ২০ এবং ত্রিপুরার পযেন্ট ৯।  ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *