সরকারি ও সংগঠনের পদ থেকে ইস্তফা মিমি চক্রবর্তীর

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : যাদবপুরের সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর পর সরকারি ও সংগঠনের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন। মঙ্গলবার খবরটি প্রকাশ্যে এসেছে।

সেই চিঠিতে মিমি অবশ্য এও লিখেছেন, তিনি তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসাবে থেকে যাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দলের যখন যেখানে ডাকবেন, তিনি যথাসম্ভব যাবেন।

কিন্তু কেন এই ইস্তফা? সূত্রের দাবি, মিমি চিঠিতে অভিযোগ করেছেন যাদবপুর লোকসভা এলাকার দলীয় নেতা কর্মীদের একাংশ তাঁকে বারবার এবং নানাভাবে অপমান করেছেন। কখনও ফোন করে অপমান করা হয়েছে। কখনও মঞ্চে অপমান করা হয়েছে। কিন্তু তবু তিনি মুখ বুঁজে ছিলেন। আর এই অপমান তিনি নিতে পারছেন না, তাঁর খুব মানসিক চাপ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি।

মিমির ইস্তফা এবং এই চিঠির ব্যাপার জানাজানি হতেই দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। রাজ্য স্তরে নেতাদের অনেকের কৌতূহল যে, গত পাঁচ বছরে তাঁর সাংসদ এলাকায় কতটা সময় দিয়েছেন মিমি যে তাঁকে বারবার অপমানিত হতে হয়েছে! কেউ বা মনে করছেন, দেবের ইস্তফা পর্ব থেকে মিমি অনুপ্রাণিত হয়েছেন। এবং লোকসভা ভোটে পুনরায় তাঁর প্রার্থী হওয়ার বিষয়টি পাকা করতেই অভিমানের কথা জানিয়েছেন। নইলে সাংসদ হিসাবে পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর এই চিঠি অর্থহীন! কাজের ইচ্ছা থাকলে আগেই এসব দিদিকে জানানো যেত। মিমি অবশ্য এসব ব্যাপার নিয়ে সংবাদমাধ্যমের কাছে কিছু বলেননি। তাঁর বক্তব্য এবং অভিমানের কথা শুধু দলের মধ্যেই জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *