এই দশকের শেষ নাগাদ ভারতীয় রেল পুরোপুরি বদলে যাবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : এই দশকের শেষ নাগাদ ভারতীয় রেল পুরোপুরি বদলে যাবে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রোজগার মেলায় নতুন নিয়োগপ্রাপ্ত চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেছেন, “এই রোজগার মেলার মাধ্যমে ভারতীয় রেলে নিয়োগও করা হচ্ছে। ভারতীয় রেল এখন এক বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই দশকের শেষ নাগাদ ভারতীয় রেল পুরোপুরি বদলে যেতে চলেছে।”

প্রধানমন্ত্রীর কথায়, “সাম্প্রতিক বাজেটে আমরা এক কোটিরও বেশি পরিবারের জন্য রুফটপ সৌর বিদ্যুৎ প্রকল্প ঘোষণা করেছি। এটি একটি পরিবারের আর্থিক অবস্থার উপর বহুমুখী প্রভাব ফেলবে। এটি তাদের নিজেদের জন্য বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ থেকে আয় করতে সক্ষম করবে।” মোদীর কথায়, “রেলের বিদ্যুতায়ন থেকে শুরু করে পরিষেবা বাড়ানো পর্যন্ত, আমরা রেলের আধুনিকীকরণ ও মানোন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছি। দেশে যখন কানেক্টিভিটি প্রসারিত হয়, তখন তা একইসঙ্গে অনেক কিছুকে প্রভাবিত করে। উন্নত সংযোগের সঙ্গে, নতুন বাজার গঠন শুরু হয় এবং পর্যটন স্থানগুলি গড়ে ওঠে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *