আগরতলা, ১২ ফেব্রুয়ারি : ত্রিপুরায় তিপ্রা মথার ছাত্র টিআইএসএফের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল ছটা থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় রোমান হরফের দাবিতে বনধের সমর্থনে পিকেটিং শুরু হয়েছে।
ছাত্র সংগঠনের নেতৃত্বরা এদিন সকালেই মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের সামিল হন। পুলিশ তাঁদেরকে সেখান থেকে গ্রেফতার করে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তুলে এডিনগর পুলিশ লাইনে নিয়ে গেছে।
এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করছে তিপ্রা মথার ছাত্র সংগঠনের নেতৃত্বরা। এদিন রেললাইনেও অবরোধ সংঘটিত করতে দেখা গেছে বনধ সমর্থনকারীদের।
এছাড়াও বড়মুড়া পাহাড়, আগরতলা -সোনামুড়া সড়কের তকসাপাড়া এলাকায় পথ অবরোধ করেছেন বনধ সমর্থনকারীরা। টিআইএসএফের ডাকা অনির্দিষ্টকালের বনধের প্রভাব এদিন সকাল থেকেই পরিলক্ষিত হচ্ছে রাজের বিভিন্ন জায়গায়।