আহমেদাবাদ, ১২ ফেব্রুয়ারি (হি.স.): লোকসভা নির্বাচনে বিজেপি জিতবে ৩৭০টি আসনে এবং এনডিএ ৪০০টিরও বেশি আসনে, সোমবার এই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার তিনি আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এএমসি)-এর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু করার পর ভাষণে একথা বলেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এএমসি) ১,৯৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প চালু করেন। তারপর তিনি বক্তৃতা দিয়ে বলেন, আসন্ন লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে জনগণের মনে কোনো সন্দেহ নেই। কারণ তাঁরা সকলেই জানে যে বিজেপি লোকসভা নির্বাচনে ৩৭০টি আসনে এবং এনডিএ ৪০০টিরও বেশি আসনে বিজয়ী হবে। শাহ কংগ্রেসকেও কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১০ বছরের শাসনের মধ্যে, প্রথম ৫ বছর বিরোধী দলের খোঁড়া গর্ত ভরাট করতে সময় চলে গিয়েছে। আরও ৫ বছর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি স্থাপনের বছর।তিনি আরও বলেন যে, গত ১০ বছরে প্রধানমন্ত্রী মোদী অনেক কাজের গতি বাড়িয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে সঠিক দিক নির্দেশ করেছেন। বিভিন্ন লক্ষ্যগুলিও পূরণ করেছেন যা কল্পনা করা কঠিন ছিল।