নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে ৪ দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।দ্বিপাক্ষিক সামরিক সম্প্রসারণের উপায়গুলি খোঁজার লক্ষ্যেই তিনি আমেরিকা সফরে রওনা দেবেন। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে মনোজ পান্ডের এই সফরকে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে।
১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মনোজ পান্ডে এই সফরে থাকবেন। এই সফরে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা মজবুত হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এই সফরে থাকাকালীন জেনারেল মনোজ পান্ডে মার্কিন সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল ব়্যাণ্ডি জর্জ এবং অন্যান্য সিনিয়র আমেরিকান সামরিক নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা করবেন।
সেনাবাহিনীর তরফ থেকে সোমবার জানানো হয়েছে যে সেনাপ্রধানের এই সফরের ফলে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গভীরতর সামরিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব মজবুত হবে। উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধনও শক্তিশালী হবে।