রামবান, ১২ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু-কাশ্মীরের রামবান জেলায় একটি তিলতলা বাড়িতে আগুন লেগে ৩জন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে। সোমবার পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
পুলিশ সোমবার আরও জানিয়েছে যে, রামবান জেলায় রবিবার রাতে তিনতলা একটি বাড়িতে আগুন লেগে বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। বাড়িটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। রামবান জেলার ডেপুটি কমিশনার বাসের উল হক চৌধুরি জানিয়েছেন, রামবান জেলার উখরাল ব্লকে অবস্থিত একটি তিনতলা বাড়িতে আগুন লেগে ৩জন শিশুর অকালে প্রাণ চলে যায়। অগ্নিকাণ্ডের পরপরই চিকিৎসকদের দল ঘটনাস্থলে পৌঁছয়। যদিও শেষরক্ষা করা সম্ভব হয়নি। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।