কিশনগঞ্জ, ১২ ফেব্রুয়ারি (হি. স.) : বিহারের কাটিহার জেলার কুরসেলা থানা এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে বাস। মৃত্যু হল ২ জনের। আহত অন্তত ৩০ জন। সোমবার ভোররাতে রাঁচি-শিলিগুড়িগামী একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে।
মৃতরা হলেন, জিতনি টোপ্পো (৬০) ও সন্ধ্যা কেরকেট্টা (৩০)। দু’জনই ঝাড়খণ্ডের গুমলা জেলার সিমলা বাগান ও রামশালীন গ্রামের বাসিন্দা। অপরদিকে এই বাসের অধিকাংশ যাত্রীই ঝাড়খণ্ডের, যাঁরা বিভিন্ন গ্রামাঞ্চল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানের শ্রমিকের কাজ করেন বলে জানা গিয়েছে।
কুরসেলার মহকুমা পুলিশ আধিকারিক শশী শংকর জানান, বাসের চালক সম্ভবত তন্দ্রাছন্ন হয়ে পড়েন। সেকারণেই এই দুর্ঘটনাটি ঘটে। এদিন বাসটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এরপর রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পুলিশকে খবর দেওয়া হয়। জানা গিয়েছে, বাসে ৫০ জন যাত্রী ছিলেন। আহতদের কুরসেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক বাসের চালক ও খালাসী পলাতক। তাঁদের খোঁজ শুরু করেছে পুলিশ।