নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ ফেব্রুয়ারি:
ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমনস্ক করে তোলার লক্ষ্যে বিভিন্ন স্কুলে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বিজ্ঞান প্রদর্শনী। খোয়াই সরকারী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত জেলা ভিত্তিক পরিবেশ বিষয়ক মডেল প্রদর্শনী। সবুজ ত্রিপুরার জন্য সাশ্রয়ী এবং টেকসই জীবনধারা গ্রহণ সামনে রেখে খোয়াই জেলা পর্যায়ে একদিনের প্রদর্শনী ও মডেল প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৃক্ষে জল দিয়ে উক্ত অনুষ্ঠানের সূচনা করেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা। তাছাড়া খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস, খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথশর্মা, জেলা শিক্ষা আধিকারিক দীনেশ দেববর্মা, খোয়াই মহকুমা শাসক মেঘা জৈন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলার মোট ত্রিশটি স্কুলের একটি করে মডেল প্রদর্শনীতে অংশ নিয়েছে।বিচারকদের বিচারে নির্বাচিত পাঁচটি সেরা মডেল রাজ্য ভিত্তিক প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশ নেবে।এদিনের পরিবেশ বিষয়ক মডেল প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য রাখেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা।তিনি ছাত্র ছাত্রীদেরকে পরিবেশের ভারসাম্য রক্ষা বিজ্ঞান মনস্ক মন তৈরি করার বিষয়ে সচেতন করে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে স্মরণ করিয়ে দেন তিনি।
এছাড়াও বক্তব্য রাখেন খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেট মেঘা জৈন ও জেলা শিক্ষা বিভাগের অফিসার অন স্পেশ্যাল ডিউটি মতিলাল দেববর্মা।স্বাগত বক্তব্য রাখেন খোয়াই সরকারী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা জেলা ভিত্তিক পরিবেশ বিষয়ক মডেল প্রদর্শনীর সাংগঠনিক কমিটির কনভেনার বিপিন দেববর্মা।