নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১১ ফেব্রুয়ারিঃ
রবিবার শান্তিরবাজার মহকুমার অম্তর্গত পশ্চিম জোলাইবাড়ী গ্রাম পঞ্চায়েতে এলাকার স্ব সহায়ক দলের মহিলাদের নিয়ে অনুষ্ঠীত হয় শক্তি বন্দন কার্যক্রম পরিকল্পনা। আজকের এই অনুষ্ঠানে প্রধানবক্তা হিসাবে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।
মন্ত্রীর পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের এগ্রিষ্টেন্ডিং কমিটির প্রেসিডেন্ট বিকাশ বৈদ্য, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, পঞ্চায়েতের উপপ্রধান রামপ্রসাদ ভৌমিক সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার ও রাজ্যসরকার মহিলাদের বিশেষ প্রাধান্যদিয়ে মহিলাদের সশক্তিকরনে কাজকরেযাচ্ছে। ভারতের গুরত্ব পূর্ন পদে তথা রাষ্ট্রপতি পদে মহিলাকে রাখাহয়েছে। ভারতের জনপ্রীয় প্রধানমন্ত্রী মহিলাদের বিশেষভাবে প্রাধান্য দিচ্ছেন যা বিগতদিনে দেখা যেতোনা।
বিগতদিনে শুধুমাত্র মিটিং মিছিল ছারা কিছু দেখা যেতোনা। বর্তমান সময়ে রাজ্যে বিজেপি ও আই পি এফ টি পরিচালিত সরকার গঠনের পরথেকেই চারিদিকে চলছে উন্নয়ন যারমধ্যে প্রধান স্থান দেওয়াহয়েছে মহিলাদেরকে। আজকের এই আলোচনার মাধ্যমে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার মহিলাদের উন্নয়নস্বার্থে কি কি কাজকরছেন তানিয়ে বিশেষভাবে আলোচনাকরাহয়। মন্ত্রীর উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠানের সার্থকতা লাভ করেছে। অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।