নিজস্ব প্রতিনিধি, পেচারথল, ১১ ফেব্রুয়ারি:
পেচারথল বনাঞ্চল কার্যত অসাধু কাঠ ব্যবসায়ী এবং কাঠ পাঁচারকারীদের মুক্তাঞ্চলে পরিনত হয়েছে। পেচারথল রেন্জ এলাকার কয়েকটি বনাঞ্চলে জোত জায়গার গাছের পারমিট নিয়ে নজির বিহীন কেলেঙ্কারির বেশ কিছু তথ্য মিলেছে। রিজার্ভ এবং খাসজমি জোত জমির সাথে সংযুক্ত করে অসাধু তহশিলদার এবং বন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মিলে ভুয়া ম্যাপ তৈরি করে লক্ষ লক্ষ টাকার বনজ সম্পদ কেটে নিচ্ছে।
জানা গেছে অসাধু বনকর্মিদের যোগসাজশে প্রতিনিয়ত মূল্যবান বনজ সম্পদ এভাবে কেঁটে নেওয়া হচ্ছে। ক্রমে গোটা বিষয়টি আয়ত্বের বাইরে চলে যাচ্ছে। বনজ সম্পদ পাচারকারীদের সহযোগে পেচারথল বনদপ্তরের স্থানীয় কর্মকর্তা মূল্যবান সেগুন ,সুন্দি গাছ বেঁচে দেওয়ার ধান্দা দীর্ঘদিন ধরে চলছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে গত কয়েক বছর ধরে পেচারথল রেন্জের নবীনছড়া,আন্ধারছড়ার বিস্তীর্ণ এলাকায় কতিপয় স্থানীয় বনকর্তার দৌলতে ন্যাড়া হচ্ছে গোটা বনাঞ্চল।
গোটা পেচারথল এবং মাছমারাসহ বিভিন্ন এলাকার কিছু অসাধু কাঠ ব্যবসায়ী, তহশিলদার সহযোগে ভূয়ো ম্যাপ তৈরি করে টেন্ড মার্কিং, লগ মার্কিন করে মূল্যবান গাছ কেটে নিয়ে যাচ্ছে । অভিযোগ এই ঘটনায় সরাসরি জড়িত পেচারথল রেন্জ এলাকার বনদপ্তরের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা।
সরকারি খাস এবং রিজার্ভ ফরেস্ট এর জমিতে টেম্পারিং করে বিভিন্ন জোতদারের নাম দেখিয়ে গাছের পারমিট হচ্ছে। পুরো ঘটনা সঠিকভাবে তদন্ত করা হলে কেচো খুঁজতে অজগর বেরুয়ে যেতে পারে।