অযোধ্যা, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর সমস্ত মন্ত্রী ও বিধায়কদের নিয়ে রামলালার দর্শন করেন। রবিবার যোগী অযোধ্যায় পৌঁছে রামলালার প্রার্থনা করেন। বিজেপির পাশাপাশি, আরএলডি, বিএসপি, কংগ্রেস বিধায়করাও রামলালার দর্শন করেন। যদিও এসপি দলের বিধায়করা অযোধ্যায় আসেননি। মুখ্যমন্ত্রী যোগী ও বিধানসভার অধ্যক্ষ সতীশ মহানার অনুরোধে এই ধর্মীয় যাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রবিবার অযোধ্যাধামে সমস্ত মন্ত্রী এবং বিধায়করা সকলেই ভক্তিভরে রামলালার কাছে প্রার্থনা জানান।
রবিবার যাতে মন্ত্রী-বিধায়করা সকলে সুষ্ঠুভাবে রামলালার দর্শন করতে পারেন সেজন্য সকলকে নেতৃত্ব দিচ্ছিলেন উত্তর প্রদেশের স্বরাষ্ট্র সচিব সঞ্জয় প্রসাদ এবং ডিজিপি প্রশান্ত কুমার। ভিভিআইপি চলাচলের সময় সাধারণ ভক্তরা যাতে কোনও সমস্যায় না পড়েন সেদিকেও সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করা হয়েছিল এদিন। মন্ত্রী ও বিধায়কদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ ভক্তও এদিন রামলালার দর্শন করেছিলেন। সেসময় সাধারণ ভক্তদের মাঝে মুখ্যমন্ত্রীকে পেয়ে সকলকেই আনন্দিত দেখাচ্ছিল এবং পুরো চত্বর জয় শ্রী রাম স্লোগানে প্রতিধ্বনিত হয়েছিল।