নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি:
ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর চোখে ধুলো দিয়ে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে প্রতিনিয়ত অনুপ্রবেশ ঘটে চলেছে। পাচারচক্র এসব বাংলাদেশী ও রোহিঙ্গাদের ত্রিপুরায় অনুপ্রবেশ করাচ্ছে। এধরনের অনুপ্রবেশের ফলে ত্রিপুরার আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে নানা সমস্যা দেখা দিচ্ছে। ত্রিপুরাকে করিডোর করে সক্রিয় রয়েছে আন্তর্জাতিক নারী পাচার চক্র। রেলপথে বহিরাজ্যে পাড়ি দেওয়ার আগে এমন একটি পাচার চক্রকে গ্রেফতার করল আগরতলা জিআরপি থানার পুলিশ।
তিন পাচারকারী সহ পুলিশ তিন বাংলাদেশী যুবতীকে আটক করেছে। ধৃত বাংলাদেশি তিন যুবতীর মধ্যে রয়েছেন মৌসুমী, ঝরনা এবং রহিমা। জিআরপি থানার পুলিশ আধিকারিক জানান রবিবার সকালে তারা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে করে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিল। তাদের সঙ্গে ছিল ত্রিপুরার সোনামুড়া মহকুমার মামুন হোসেন ,রহিমা আক্তার এবং আনজুর আলম।
জিআরপি থানার পুলিশের দাবি বাংলাদেশী তিন যুবতীকে সোনামুড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ত্রিপুরায় আনা হয়েছিল। উদ্দেশ্য ছিল তাদেরকে কলকাতা পাচার করার। কিন্তু পুলিশের তৎপরতায় রেল স্টেশনে তারা ধরা পড়ে যায়। পুলিশ তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। সোমবার তাদেরকে রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে হাজির করা হবে। অনুপ্রবেশ বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশকে কঠোর মনোভাব গ্রহণ করার দাবি উঠেছে।