BRAKING NEWS

গনেশ, বিক্রমের দুরন্ত ব্যাটিং চন্ডিগড়কে জবাব দিচ্ছে ত্রিপুরা

চন্ডিগড়-‌৩৫৬

ত্রিপুরা-‌১৬৩/‌৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি।। স্বাগতিক চন্ডিগড়কে জবাব দিচ্ছে ত্রিপুরা। রণজি ট্রফি ক্রিকেটে। পেশাদার ক্রিকেটার গনেশ সতীশ এবং অলরাউন্ডার বিক্রম দেবনাথের দুরন্ত ব্যাটিংয়ে। রবিবার সকালে ওই দুই ব্যাটসম্যান যতক্ষণ উইকেট টিকে থাকতে পারবেন ততক্ষণই ত্রিপুরার বড় স্কোর নির্ভর করবে। চন্ডিগড়ের সেক্টর ১৬ মাঠের ২২ গজে এখন অনেকটা ব্যাটিং সহায়ক। সকালের প্রথম ১ ঘন্টা ছাড়া। ওই ১ ঘন্টা যদি দুই অপরাজিত ব্যাটসম্যান দৃঢ়তার সঙ্গে কেলে দিতে পারেন তাহলেই লিড নিশ্চিত হবে। নতুবা চাপে থাকবে রাজ্যদল। স্বাগতিক দলের ৩৫৬ রানের জবাবে ত্রিপুরা দ্বিতীয দিনের শেষে প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান করে। ত্রিপুরার গনেশ ৬৭ রানে এবং বিক্রম ৫০ রানে অপরাজিত রয়েছেন। ত্রিপুরা এখনও পিছিয়ে রযেছে ১৬৯ রানে। উইকেটের যা অবস্থা তাতে ওই রান অতিক্রম করার কোনও ব্যাপার নয়। দরকার ধৈয্য ধরে উইকেটে টিকে থাকা। প্রথম দিনের ৬ উইকেটে ২৮২ রান নিয়ে খেলতে নেমে শনিবার আরও ৭৪ রান যোগ করার ফঁাকে শেষ ৪ টি উইকেট হারায় চন্ডিগড়। স্বাগতিক দলের পক্ষে এদিন ময়াঙ্ক সিন্ধু ৮০ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪১ এবং গুরিন্দর সিং ১১০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৩১ রান করেন। ত্রিপুরার পক্ষে বিক্রম দেবনাথ ৩১ রানে ৩টি, মণিশঙ্কর মুড়া সিং ৫৯ রানে, রাণা দত্ত ৫৫ রানে এবং পারভেজ সুলতান ৮৪ রানে ২ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে শুরু থেকেই কিছুটা নড়বড়ে ছিলো ত্রিপুরার ইনিংস। মাত্র ৮০ রানে ত্রিপুরা হারায় প্রথম সারির ব্যাটসম্যান বিশাল ঘোষ (‌২৪), বিক্রম কুমার দাস (‌১৫), শ্রীদাম পাল (‌২০)‌ এবং সুদীপ চ্যাটার্জি (‌৬)কে। ওই অবস্থায় চাপের মুখে ঠান্ডা মাথায় ব্যাট করতে থাকেন সতীশ এবং বিক্রম। এবং সেট হয়ে স্কোরবোর্ড সচল রাখার দিকে নজর দেন। পঞ্চম উইকেটে ওই জুটি ২১৯ বল খেলে ১০৭ রান যোগ করে অপরাজিত থেকে যান। গনেশ ১৩৩ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৬৭ রানে এবং বিক্রম ৯৮ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৫০ রানে অপরাজিত তেকে যান। চন্ডিগড়ের পক্ষে রোহিত ধান্ডা‌ ৩২ রানে ২ টি উইকেট দখল করেন। রবিবার ত্রিপুরার সাফল্য নির্ভর করবে ব্যাটসম্যানদের উপর।‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *