আগরতলা, ১০ ফেব্রুয়ারি : দেশের মধ্যে রক্তদানে ত্রিপুরা অনেকটাই এগিয়ে রয়েছে। আজ আগরতলা প্রেসক্লাবে টিএসইসিএল ফিনান্স এন্ড আদারস এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক স্বেচ্ছা রক্তদান শিবিরে একথা বলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ।
তাঁর কথায়, স্বেচ্ছা রক্তদানে সারা দেশের মধ্যে জনসংখ্যার নিরিখে অনেকটা এগিয়ে আছে ত্রিপুরা। রাজ্যের মানুষের সামাজিক দায়বদ্ধতার কারণে এটা সম্ভব হয়েছে।
এদিন তিনি টিএসইসিএল ফিনান্স এন্ড আদারস এমপ্লয়ীজ এসোসিয়েশনকে এই ধরনের সামাজিক উদ্যেগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।