আগরতলা, ১০ ফেব্রুয়ারি: ভারতভূমির আত্মা তাঁর গ্রামে বাস করে। সহজ সরল জীবন ও সত্যের প্রতি অবিচল থাকা গ্রামীণ ভারতের বাস্তবিক পরিচয়। আজ গ্রাম চলো অভিযানের অঙ্গ হিসেবে সুরমা, শান্তিরবাজারে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের প্রতিটি প্রকল্পের সুফল পেয়েছে সাধারণ মানুষ।
এদিন তিনি প্রত্যয়ের সুরে বলেন, এই অফুরন্ত জন আশীর্বাদকে পাথেয় করে আগামী লোকসভা নির্বাচনে মোদীর পক্ষে এক অভূতপূর্ব ফলাফল দেবে গ্রামীণ ভারত।

