আগরতলা, ১০ ফেব্রুয়ারি : তিন কোটি সতেরো লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে আমবাসা পুর পরিষদের নতুন ভবন। নাগরিক পরিষেবা সঠিকভাবে পৌঁছে দিতে পরিকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছে বর্তমান রাজ্য সরকার। আজ আমবাসা পৌর পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন তিনি বলেন, একটি প্রতিফলন ধলাই জেলার আমবাসা পুর পরিষদের নবনির্মিত ভবন। তিন কোটি সতেরো লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে ওই নতুন ভবন।
তাঁর কথায়, জনগণের ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে এই নতুন ভবনের আনুষ্ঠানিক সূচনা করেছেন তিনি। এই নতুন সুবিধা স্থানীয়ভাবে বিভিন্ন সরকারি কাজের গতি ত্বরান্বিত করবে।