BRAKING NEWS

হামসফর এক্সপ্রেসের বগির নিচ থেকে হঠাৎ বের হয় ধোঁয়া, আতঙ্কে ট্রেন থেকে নেমে যায় যাত্রীরা, রেলকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ 

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ ফেব্রুয়ারি: হঠাৎই হামসফর এক্সপ্রেসে যান্ত্রিক গোলযোগের ফলে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। মুহূর্তেই ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। যদিও রেল কর্মীদের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। 

ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার সকাল ৮:১৪ মিনিটে আগরতলা থেকে হামসফর এক্সপ্রেস ধর্মনগর স্টেশনে পৌঁছায়। পৌঁছানোর ঠিক পরেই বি-৬ বগিটির নীচে বেশ কিছু ধোঁয়া বের হচ্ছে দেখতে পেয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

সাথে সাথে স্টেশন ম্যানেজার আরপিএফ এর সাব-ইন্সপেক্টর লক্ষণ দেববর্মা এবং অন্যান্য রেল কর্মীরা দৌড়ে আসে। আগুন নিভানোর জন্য যেসব গ্যাসীয় স্প্রে রয়েছে সেই স্প্রে বি-৬ বগির নিচে যথেষ্টভাবে প্রয়োগ করা হয়। কিছুক্ষণের মধ্যে ধোয়া বন্ধ হয়ে যায়। ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে যাত্রীরা পুনরায় রেলে চড়ে। যদিও এর ফলে নির্ধারিত সময়ের বেশ পরে ধর্মনগর স্টেশন থেকে হামসফর এক্সপ্রেস গন্তব্যের জন্য রওনা হয়।

 যাত্রীদের মধ্যে তবুও একটা আতঙ্ক রয়ে গেছে কারণ এই রেলটি আগরতলা থেকে সবচেয়ে দূরপাল্লার যোগাযোগ ব্যবস্থা। রাস্তায় যান্ত্রিক গোলযোগের কারণে যদি আগুন ধরে যায় তাহলে যাত্রীদের কি অবস্থা হবে, তা নিয়েই চিন্তিত তারা। 

যদিও রেলকর্মীরা আশ্বস্ত করেছেন যে এই ঘটনাটি কোন বিশেষ বড় ধরনের গোলযোগ নয়। তাই এখানে যেমন করে সারিয়ে দেওয়া হয়েছে তাই যথেষ্ট। তা নিয়ে যাত্রীদের অতিরিক্ত দুশ্চিন্তা করার কোন কারণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *