মল্লিকার্জুনকে তিরস্কার করলেন রাজ্যসভার চেয়ারম্যান ধনখড়, ক্ষমা চাইতে বললেন পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.): কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের তীব্র সমালোচনা ও তিরস্কার করলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় অধিবেশন চলাকালীন মল্লিকার্জুন খাড়গে এবং অন্যান্য কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বলেছেন, ধনখড় বলেন, “আপনারা চৌধুরী চরণ সিংকে অপমান করেছেন, আপনারা তাঁর উত্তরাধিকারকে অপমান করেছেন। ভারতরত্ন চৌধুরী চরণ সিংয়ের জন্য আপনার কাছে সময় ছিল না। দেশের প্রতিটি কৃষককে আপনারা আঘাত করছেন। চৌধুরী চরণ সিং ইস্যুতে সংসদের অভ্যন্তরে এমন পরিবেশ, লজ্জায় আমাদের মাথা নত হয়ে যাওয়ার কথা।”

এদিনই কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল রাজ্যসভায় বলেছেন, “এটি একটি গর্বের মুহূর্ত যে প্রধানমন্ত্রী মোদী চৌধুরী চরণ সিংকে ভারতরত্ন প্রদানের মাধ্যমে সম্মান জানিয়েছেন… কংগ্রেসের এখন উদযাপন করা উচিত ছিল, যে তাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে মোদী সরকার পুরস্কৃত করেছে৷” খাড়গে-কে দেশের কাছে ক্ষমা চাইতে বলেন গোয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *