আলমোরা, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : দেবভূমিতে কোনও রকম হিংসা বরদাস্ত করা হবে না। হল্দওয়ানির হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। শনিবার উত্তরাখণ্ডের আলমোরায় এক জনসভায় বক্তব্য রাখার সময় ধামি বলেছেন, “বনভুলপুরায় যারা সরকারি সম্পত্তি ধ্বংস করেছে তাঁদের এ জন্য মূল্য চোকাতে হবে।”
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আরও বলেছেন, “যেই আইন ভঙ্গের জন্য দায়ী (হল্দওয়ানির ঘটনা) তাকে রেহাই দেওয়া হবে না…দাঙ্গাকারীদের রেহাই দেওয়া হবে না এবং শীঘ্রই তারা বুঝতে পারবে যে তারা আগুন নিয়ে খেলার চেষ্টা করেছে…আমরা বিভিন্ন জায়গা থেকে অবৈধ দখল অপসারণের চেষ্টা করছি অবস্থা।”