আগরতলা, ১০ ফেব্রুয়ারি: ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলের উদ্যোগে শনিবার রাজপথে বৈষ্ণব ধর্মাবলম্বীদের সুবিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এদিন শোভাযাত্রাটি ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পুনরায় স্কুল মাঠে গিয়ে শেষ হয়েছে।
মূলত, ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মন্ডলের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। চৈতন্য মহাপ্রভু আজ থেকে ৫১৪ বছর আগে মাঘ মাসে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তারজন্য এই মাঘ মাসে ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলী বৈষ্ণব ধর্মাবলম্বীদের নিয়ে উদযাপন করছেন।