আগরতলা, ১০ ফেব্রুয়ারি: রেলের ধাক্কায় মৃত্যু এক হয়েছে বন্য হাতির। মৃত্যুর পর বন্য হাতির একটি দাঁত উধাও। ওই ঘটনায় তেলিয়ামুড়া ডি এম পাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল।
জনৈক রেল পুলিশ জানিয়েছেন, গতকাল রাতে রেলের ধাক্কায় মৃত্যু হয়েছে বন্য হাতির। আজ সকালে তেলিয়ামুড়া ডি এম পাড়া এলাকার স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে রেল পুলিশকে খবর পাঠিয়েছেন। রেল পুলিশ হাতিকে উদ্ধার করে। কিন্তু বন্য হাতির একটি দাঁত পাওয়া যায়নি। ওই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।