নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৯ ফেব্রুয়ারি: নতুন কায়দায় গাঁজা পাচার ভেস্তে দিল অসমের বাজারিছড়ার থানার চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের পুলিশ। ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসম সীমান্তে প্রবেশ করার পর চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের পুলিশ একটি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে শুকনো গাঁজা উদ্ধার করেছে।
শুক্রবার সকালে ত্রিপুরা থেকে অসমে প্রবেশ করা টিআর০১-ভি-১৮৭৩ নম্বরের একটি প্লাষ্টিক সামগ্রী বোঝাই মিনি লরি অসমের প্রবেশদ্বার চুরাইবাড়িতে পৌঁছালে গাড়িটিতে আগাম খবরের ভিত্তিত্তে দলবল নিয়ে তল্লাশি করেন গেট ইনচার্জ প্রণব মিলি। এতে গাড়িতে থাকা প্লাষ্টিক সামগ্রীর সাথে অভিনব কায়দায় মজুদ থাকা বিভিন্ন প্যাকেটে ৫১কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। যার কালোবাজারী মুল্য অনুমানিক পাঁচ লক্ষাধিক টাকার মত হবে।
এ কান্ডে গাড়ির চালক কাম মালিককে আটক করেছে পুলিশ। তার নাম বলদেব রায়। বাড়ি বিহারের আঙ্গুরায়। পুলিশ ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে গাঁজা বোঝাই গাড়িটি ত্রিপুরা রাজ্যের প্রায় কুড়িটি পুলিশি চেকগেট অতিক্রম করে অসমে প্রবেশের পর ধরা পড়ায় অনেকে ত্রিপুরা পুলিশের সদার্থক ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবে নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন।

