আগরতলা, ৯ ফেব্রুয়ারি: নিয়োগের দাবিতে ফের শিক্ষা ভবনে ডেপুটেশনে মিলিত হয়েছেন টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। তাঁদের দাবি, লোকসভা নির্বাচনের আগে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে রাজ্যে শিক্ষক স্বল্পতা দূর করা হোক।
তাঁদের অভিযোগ, গত ২০২২ সালে টেট পরীক্ষায় হয়েছিল। তাতে ৩৬১ জন পরীক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু টিআরবিটি এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না । এ বিষয়ে একাধিকবার মাস যাবৎ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীর দরজায় কড়া নাড়লেও তাদের দাবি পূরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই তাঁরা বাধ্য হয়ে আজ নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে ডেপুটেশনে মিলিত হয়েছেন।
জনৈক উত্তীর্ণ পরীক্ষার্থী জানিয়েছেন, শিক্ষা দফতর থেকে ইতিবাচক আশ্বাস পাওয়া গিয়েছে। তাছাড়া, লোকসভা নির্বাচনের আগে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে রাজ্যে শিক্ষক স্বল্পতা দূর করার জন্য শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।