আগরতলা, ৯ ফেব্রুয়ারি: বাইকে পুলিশের স্ট্রিকার লাগিয়ে চুরি করতে গিয়ে জনতার কাছে ধরা খেয়ে পালিয়ে যায় চোর। ওই ঘটনায় গোটা বিশালগড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।
জনৈক এলাকাবাসি জানিয়েছেন, গতকাল রাতে বিশালগড় অন্তর্গত নদীলাখ এলাকায় বাইকে পুলিশের স্ট্রিকার লাগানো বাইক নিয়ে দুইজন ব্যক্তি এক বাড়িতে প্রবেশ করেন। ওই বাড়ির পরিবারের সদ্যসদের মনে সন্দেহ হয়। তখন পরিবারের সদ্যসরা জিজ্ঞাসাবাদ করলে তাঁরা বাইক রেখে পালিয়ে যায়। সাথে সাথে স্থনীয় মানুষ বিশালগড় থানায় খবর পাঠিয়েছেন।