অযোধ্যা, ৯ ফেব্রুয়ারি (হি. স.) : শুক্রবার রামলালাকে দর্শন করতে গিয়েছিলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। ২২ জানুয়ারি অযোধ্যায় রাম লালার অভিষেক অনুষ্ঠানের পর এটি তাঁর দ্বিতীয়বার রাম মন্দির দর্শন।
এদিন মুম্বাই থেকে সরাসরি অযোধ্যার মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন এবং সেখান থেকে শ্রী রাম জন্মভূমি মন্দিরে গিয়ে রামলালার পূজা করেন। এই সময় শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়ও উপস্থিত ছিলেন। রামলালার পায়ে সোনার মালা অর্পণ করলেন বচ্চন। পরনে ছিল গেরুয়া কোট। সাদা পাঞ্জাবি ও পাজামা।
প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেন বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। দেশের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী, বিভিন্ন স্থানের সাধু সন্ন্যাসী সহ বিভিন্ন গুণীজনেরা সেখানে আমন্ত্রিত ছিলেন। সেদিনের অনুষ্ঠানেও পুত্র অভিষেককে নিয়ে উপস্থিত ছিলেন বিগ বি।