নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৯ ফেব্রুয়ারি: পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন এক ব্যক্তি। ঘটনা ঊনকোটি জেলার কৈলাসহরের শ্রীরামপুরে। ঘটনার বিবরণে জানা যায় কৈলাসহর শ্রীরামপুর ব্রিজের মধ্যে বাইসাইকেল দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন এক ব্যাক্তি। তিনি বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায় যে, আজ বিকেলবেলা চন্ডিপুরের দিক থেকে অজিত দেব(৪৫) এর এক ব্যক্তি বাইসাইকেল নিয়ে কৈলাসহরের দিকে আসছিল। শ্রীরামপুর ব্রিজের মধ্যে আসতেই হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি বাইসাইকেল নিয়ে ব্রিজের উপরে পড়ে যান। এতে গুরুতরভাবে তিনি আহত হয়েছেন। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে খবর পাঠায় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরে। ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা গিয়ে গুরুতরভাবে আহত ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে।
বর্তমানে তিনি গুরুতরভাবে আহত অবস্থায় কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

