আগরতলা, ৯ ফেব্রুয়ারি: রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক জনজাতি মহিলাকে উদ্ধার করা হয়েছে। আঘাত গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানা গিয়েছে,গতকাল গভীর রাতে মুঙ্গিয়াকামী থানাধীন শালবাগান এলাকা থেকে লক্ষ্মী দেববর্মা (৪৫) নামে এক জনজাতি মহিলাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকে দেখে স্থানীয় মানুষ। সাথে সাথে তাঁরা দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। তাঁকে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে স্থানান্তর করেছে। কিন্তু কি ভাবে এই আঘাত পেয়েছে কেউই কিছু বলতে পারছে না।