আগরতলা,৮ ফেব্রয়ারি: বিশ্রামগঞ্জ পদ্মনগর এলাকায় ব্যাঙ্ক কর্মীর গাড়ি ভাঙচুর করেছেন বাইক আরোহী। ওই ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে।
জনৈক গাড়ির মালিক জানিয়েছেন, আজ সকালে অফিসের জন্য তিনি আগরতলা যাচ্ছিলেন। সেই সময় পদ্মনগর রেলব্রিজের সামনে থেকে একটি বাইক হঠাৎ করে গাড়িটির সামনে এসে পড়েছিল। বাইকে থাকা অন্য লোকজন হাতুড়ি দিয়ে গাড়ির সামনে সহ পিছনের গ্লাস ভাঙচুর করেছে বলে অভিযোগ। সেখানে স্থানীয় লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করে সাথে সাথে পুলিশকে খবর পাঠিয়েছেন। পুলিশ এসে ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের আটক করে নিয়ে গিয়েছে।

