ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি।। দুদিনব্যাপী প্রাইজমানি দাবা প্রতিযোগিতা শুরু শনিবার। শহরের দক্ষিণাঞ্চলের মৌচাক ক্লাবের উদ্যোগে। প্রথম দিন হবে ৩ বাউন্ডের খেলা এবং রবিবার শেষের দিন হবে আরও ৪ রাউন্ডের খেলা। ১০ ফেব্রুয়ারি সকাল ১০ টায় আসরের উদ্বোধন করবেন ৪০ নং ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সরকার চৌধুরি। এছাড়া উপস্থিত থাকবেন ৩৩ নং ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ মৌলিক। উদ্বোধনের পরই শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। প্রায় ২৫ হাজার টাকা প্রাইজমানি আসরের সেরা দাবাড়ু পাবেন ৭ হাজার টাকা। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবের অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে একথা জানান আসরের উদ্যোক্তা রাণু দাস। আসরের আকর্ষন বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ক্লাব। আসরের প্রথম ১২ স্থানাধিকারী দাবাড়ুকে প্রাইজমানি দেওয়ার পাশাপাশি অনূর্ধ্ব-৭, অনূর্ধ্ব ৯, অনূর্ধ্ব ১১, অনূর্ধ্ব ১৩ এবং অনূর্ধ্ব ১৫ বিভাগের প্রথম ৫ স্থানাধিকারী দাবাড়ুকে দেওয়া হবে সুদৃশ্য ট্রফি। থাকছে ভেটারেন্স, সেরা মহিলা এবং সর্বকনিষ্ঠ দাবাড়ুর পুরস্কার। প্রায় দুবছর পর ওই ক্লাবের উদ্যোগে হচ্ছে আসর। ক্লাব কর্তারা চাইছেন আসরকে স্মরণীয় করে রাখতে। জানালেন ক্লাবের ক্রীড়া সম্পাদক কাণু চন্দ্র দাস। আসরে অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ৫০০ টাকা এন্ট্রি ফি সহ উদ্যেক্তা ক্লাবে শুক্রবার রাত ৯ টার মধ্যে নাম জমা দিতে ক্লাবের সহসভাপতি গোপাল চৌধুরি অনুরোধ করেছেন। আসর পরিচালনা করবেন আন্তর্জাতিক আরবিটর প্রদীপ রায়।
2024-02-08