৬১ হাজার জাল নেপালি নোট–সহ গ্রেফতার এক

পূর্ব চম্পারন, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : বিহারের রাক্সৌলে জাল ভারতীয় নোট উদ্ধারের পর এবার প্রতিবেশী দেশ নেপালের জিতপুর বাজার থেকে ৬১ হাজার জাল নেপালি নোটসহ এক ব্যক্তিকে ধরা হয়েছে। ১০০০ টাকার ৬১ টি নোট উদ্ধার হয়েছে।

ধৃত অভিযুক্তের নাম রামচন্দ্র মাহাতো (৪৪), নেপালের সরলাহি জেলার চন্দ্রনগর পৌরসভার বাসিন্দা। তথ্য অনুযায়ী, অভিযুক্ত প্রভু সাহ জাল নোট দিয়ে কালওয়ারের মুদি দোকান থেকে জিনিসপত্র কেনার চেষ্টা করছিলেন। এইসময় ওই দোকানদার বিষয়টি নেপাল পুলিশকে জানায়। এরপর তাকে হেফাজতে নিয়ে তল্লাশি করে তার কাছ থেকে ১০০০ টাকার ৬১ টি নোট উদ্ধার করা পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে।