আগরতলা, ৮ ফেব্রুয়ারি: সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে এবং ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হচ্ছে। এর অঙ্গ হিসেবে খোয়াই মহিলা থানা ও বাইজাল বাড়ি আউটপোস্টের উদ্যোগে মেগা প্রয়াস কর্মসূচি ও বন্ধুত্বপূর্ণ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে ভাইজাল বাড়ি স্কুল মাঠে স্কুলের ছাত্র-ছাত্রী এলাকার যুব সমাজ এবং সাধারণ মানুষদের নিয়ে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মূলত ত্রিপুরা পুলিশের দেড়শ বছর পূর্তি ও নেশা মুক্ত ত্রিপুরার অঙ্গ হিসেবে আজ এই অনুষ্ঠান।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক শ্রী পুশন কান্তি মজুমদার, খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা, খোয়াই থানার ওসি সুবীর মালাকার, ভাইজাল বাড়ি পুলিশ ফাড়ির ওসি রিপন উচই, সহ এলাকার নেতৃত্বরা।
মহকুমা পুলিশ আধিকারিক বলেন , নেশার করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে, ত্রিপুরা পুলিশ যেমন উদ্যোগ নিয়েছে তেমনি সাধারণ মানুষ, যুবসমাজ, সর্বোপরি সমাজের সমস্ত অংশের মানুষ এগিয়ে আসতে হবে এবং খেলাধুলা ও শরীরচর্চা প্রতিনিয়ত করতে হবে নেশা মুক্ত ত্রিপুরা গড়তে গেলে! মহিলা থানার ওসি মহিলা সংক্রান্ত অপরাধ দমন এবং সাইবার অপরাধের বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেন,পরবর্তী সময় একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় স্কুল মাঠে এই অনুষ্ঠানটিকে ঘিরে এলাকার মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।অলকা ভিশন ইভএবং সক্ষম এর উদ্যোগে দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবিরের অদ্ভুত উদ্বোধন হলো বড়ুয়াকান্দিতে।

