চড়াইদেও (অসম), ৮ ফেব্রুয়ারি (হি.স.) : চড়াইদেও জেলার অন্তর্গত সোনরির নাফুক এলাকায় আজ বৃহস্পতিবার সংঘটিত এক সড়ক দুৰ্ঘটনায় বিশিষ্ট সাংস্কৃতিক কৰ্মী, বিহু নৃত্যশিল্পী ফিরোজ কোঁওরের মৃত্যু হয়েছে।
নিজের মোটর বাইকে চড়ে যাচ্ছিলেন ফিরোজ। সে সময় নাফুক এলাকায় একটি বলেরো পিকআপ গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়। দুৰ্ঘটনায় গুরুতরভাবে আহত সাংস্কৃতিক কৰ্মী, বিহু নৃত্যশিল্পী ফিরোজ কোঁওরকে নিকটবর্তী রজাপুখুরি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু মাঝপথে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
এদিকে দুর্ঘটনা সংঘটিত করে ঘাতক গাড়ি নিয়ে পালিয়ে গেছে চালক। পুলিশ নিহত ফিরোজ কোওঁয়ের মৃতদেহ নিজেদের জিম্মায় নিয়ে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনা সম্পর্কে একটি মামলা রুজু করে ঘাতক বলেরো পিকআপের সন্ধানে জাল পেতেছে পুলিশ।

