৪.৭৮ কোটি টাকা মূল্যের হেরোইন বাজেয়াপ্ত

আগরতলা, ৮ ফেব্রুয়ারি : নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে আসাম রাইফেল।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৮২ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে আসাম রাইফেলস। বাজেয়াপ্ত হেরোইনের বাজারমূল্য আনুমানিক ৪.৭৮ কোটি টাকা হবে।

আসাম রাইফেল এক বিবৃতিতে জানিয়েছেন, গোপন সংবাদে গতকাল রাতে খবর আসে লখিপুর থানাধীন জেনারেল এরিয়া হামারখাওলিয়ান এলাকায় বিপুল পরিমাণ নেশা সামগ্রী পাচার করা হবে। সেই আসাম রাইফেলস সহ লক্ষ্মীপুর থানার পুলিশ যৌথ অভিযান চালানো হয়েছিল। অভিযানে ৬৮২ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে । বাজেয়াপ্ত হেরোইনের বাজারমূল্য আনুমানিক ৪.৭৮ কোটি টাকা হবে বলে জানিয়েছে। পরবর্তী সময় তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য আসামের কাছাড় জেলা, লক্ষ্মীপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।