মুম্বই, ৮ ফেব্রুয়ারি (হি.স.): মহারাষ্ট্রে কংগ্রেসে ভাঙন ধরালেন প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকী। বৃহস্পতিবার কংগ্রেস ছাড়ার ঘোষণা করেছেন তিনি। সমাপ্তি হল ৪৮ বছরের যাত্রার। মাইক্রোব্লগিং সাইট এক্স-এ এক বার্তার মাধ্যমে তিনি দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। বাবা সিদ্দিকী জানিয়েছেন, “আমি একজন তরুণ হিসেবে ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টিতে যোগ দিয়েছিলাম এবং ৪৮ বছর ধরে একটি উল্লেখযোগ্য যাত্রা ছিল। আজ আমি ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি।”
বাবা সিদ্দিকী আরও জানিয়েছেন, “অনেক কিছু আছে, যা আমি প্রকাশ করতে চাই। কিন্তু তাঁরা যেমন বলে কিছু জিনিস না বলাই ভালো। যাঁরা এই যাত্রায় অংশ নিয়েছেন তাঁদের আমি ধন্যবাদ জানাই