হাফলং (অসম), ৭ ফেব্রুয়ারি (হি.স.) : বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আজ বুধবার শেষ হয়েছে উত্তরপূর্ব জেলিয়াংরং হেরাক্কা অ্যাসোসিয়েশনের তিনদিন ব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান। গত ৫ ফেব্রুয়ারি অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের শৈলশহর হাফলঙের পার্শ্ববর্তী লোদিরাম গ্রামে উত্তরপূর্ব জেলিয়াংরং হেরাক্কা অ্যাসোসিয়েশনের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন হয়েছিল উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসার হাত ধরে।
উদ্বোধনী অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু অসম বিধানসভার বাজেট অধিবেশনের জন্য মুখ্যমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তবে দেবোলাল গার্লোসার মাধ্যমে আগামী দিনে জেলিয়াংরং হেরাক্কা অ্যাসোসিয়েশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
এদিকে জেলিয়াংরং হেরাক্কা অ্যাসোসিয়েশনের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের শেষ দিন প্ৰধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ এবং ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী নন্দিতা গার্লোসা। বুধবার হাফলং লোদিরাম গ্রাম থেকে স্বাধীনতা সংগ্রামী তথা জেলিয়াংরং হেরাক্কা অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা রানি মা গাইদিনলিউ ও ব্ৰিটিশদের বিরুদ্ধে হেরাক্কা আন্দোলনের নেতৃত্ব প্ৰদানকারী হাইপু জাদুনাংয়ের প্রতিকৃতি নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হাফলং শহর পরিক্রমা করে পুনরায় লোদিরাম গ্রামে শেষ হয়।
শোভাযাত্রায় জেলিয়াংরং জনগোষ্ঠীর সহস্রাধিক পুরুষ-মহিলা, যুবক-যুবতী ও ছোট ছোট ছেলেমেয়েরা নিজেদের পরম্পরাগত পোশাক পরিধান করে অংশগ্রহণ করেন। তাছাড়া শোভাযাত্রায় পা মেলান রাজ্যের মন্ত্রী নন্দিতা গার্লোসা, পদ্মশ্রী রামকুয়াংবে জেমি, অসম, নাগাল্যান্ড, মণিপুর থেকে আগত জেলিয়াংরং হেরাক্কা অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।