নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৭ ফেব্রুয়ারি: রাজ্যের অন্যান্য স্থানের সাথে তাল মিলিয়ে খোয়াই জেলাতেও ৯ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি সমগ্র রাজ্যের সাথে খোয়াই জেলাতেও ষষ্ঠ পর্যায়ে মূখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর (৬.০) অভিযান পালন করা হবে।
উক্ত অভিযানকে সফল করে তুলতে বুধবার দুপুরে খোয়াই জেলাশাসক অফিসের নতুন কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করা হয়।
সাংবাদিক সম্মেলনে খোয়াই জেলাশাসক চান্দনী চন্দ্রন বলেন, ষষ্ঠ পর্যায়ে মুখ্যমন্ত্রীর সুস্থ শৈশব সুস্থ কৈশোর কর্মসূচি খোয়াই জেলাতেও পালন করা হবে। মূলত তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে উক্ত অভিযান সম্পন্ন করা হবে।
খোয়াই জেলায় ১ থেকে ১৯ বছর বয়সের ৮৫৫৪৮ জনকে ক্রিমিনাশক ঔষধ খাওয়ানো হবে। ৬ মাস থেকে ৫ বছরের ২৪০৮১ জন, ৬ বছর থেকে ৯ বছরের ১৭১৩২ জন, ১০ থেকে ১৯ বছর বয়সের ২৫৮৬১ জনকে আয়রন পোলিক এসিড ঔষধ খাওয়ানো হবে। তাছাড়া ০ থেকে ৬ বছরের ২৫৪৫৪ জনকে কুশল অভিযানের আওতায় আনা হবে।
খোয়াই জেলার জেলা হাসপাতাল মহকুমা হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সহ মোট ১৩ টি হাসপাতালে এবং ১০৪ টি হেল্থ সাব সেন্টারে উক্ত অভিযান সফল করার ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারীক ডক্টর নির্মল সরকার, জেলা ইমুনাইজেশন অফিসার ডক্টর বিক্রম দেববর্মা উপস্থিত ছিলেন।