পূর্ব মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি, (হি.স.): দীঘা ধর্ষণকাণ্ডের দোষীদের অবিলম্বে শাস্তির দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার তিনি দলীয় সমর্থকদের নিয়ে সেখানে থানা ঘেরাও করেন
সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এ দিন বলেন, ওই ঘটনায় অভিযুক্তরা সংখ্যালঘু। পুলিশ ওদের বাঁচানোর চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের, শাহজাহানের মত তোলাবাজদের ভোটব্যাঙ্ক মনে করেন। অভিযুক্তদের একজনের বাবা তৃণমূলের নেতা, মিছিল-মিটিংয়ে যায়। আর একজনের বাবা সিপিআইএমের সদস্য। আমরা যদি প্রতিবাদ থেকে সরে যাই পুলিশ এ নিয়ে যে অভিযোগ দায়ের হয়েছে, সেটা ভুলে যাবে। দোষীরা ছাড়া পেয়ে যাবে।“
প্রসঙ্গত, গত ৩রা ফেব্রুয়ারি দীঘায় মহিলা পর্যটকের উপর শারিরীক নিগ্রহের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বুধবার সেখানে ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।