হাওড়া, ৭ ফেব্রুয়ারি, (হি.স.): আবহাওয়ার বদল হচ্ছে। এই মরশুমে বাংলায় জ্বরজারি একটু বাড়ে। চিকিৎসকরা তাই বলেন, ওয়েদার চেঞ্জের সময়ে সাবধানে থাকতে। বুধবার হাওড়ার প্রশাসনিক সভায় এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, “এই যে এখন আপনাদের সামনে কথা বলছি, গায়ে ১০১ টেম্পারেচর। টানা ৪৮ ঘণ্টা ধর্না দিয়ে কাশিটাও বেড়েছে”। শুক্রবার দুপুর থেকে রেড রোডে ধর্না মঞ্চে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে সেখানে তাঁবুতে ছিলেন। এমনিতে রেড রোডের দিকে গাছপালা বেশি। রাতে ঠান্ডাও শহরের অন্যপ্রান্তের তুলনায় বেশি। বাতাসে আর্দ্রতাও ছিল। তা থেকে ঠান্ডা লেগেছে।
মুখ্যমন্ত্রীর যে কাশি বেড়েছে, গলায় ব্যাথা তা গত সোমবারই অনুমান করেন মন্ত্রিসভায় তাঁর সতীর্থরা। ঠান্ডাটা প্রায় চলে গেলেও সেদিন গলায় একটি সাদা চাদর জড়িয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী। চোখ, মুখ ছিল বেশ ফোলা ফোলা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি একবার কথা দিয়ে দিলে প্রোগ্রাম বাতিল করিনা। কাল আবার বাজেট আছে”।