লোকসভা নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে ইন্ডি জোটের সিন্ধান্তই চূড়ান্ত : আশিস

আগরতলা, ৭ ফেব্রুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে ইন্ডি জোটের সিন্ধান্তই চূড়ান্ত। ইন্ডি জোটকে শক্তিশালী করে ত্রিপুরার দুই আসনে প্রদেশ কংগ্রেসকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। আজ প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে একথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

এদিন তিনি বলেন, গতকাল ত্রিপুরা সফরে এসেছিলেন স্কিনিং কমিটির চেয়ারম্যান পি এস রাণা এবং ডিসুজা । তাঁদের নেতৃত্বে বিকেলে ৫ টা থেকে রাত ৯টা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে ত্রিপুরার দুইটি লোকসভা আসনের প্রার্থী চয়নে তাঁরা মতামত প্রদান করেছেন। আজ তাঁরা রাজ্য ত্যাগ করে মিজোরামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

এদিন তিনি আরও বলেন, মূলত বিজেপিকে হারাতে লোকসভা নির্বাচনে কি পদক্ষেপ গ্রহণ করা সেই বিষয়ে নিয়ে তাঁরা পরামর্শ দিয়েছেন। স্কিনিং কমিটি অন্যান্য রাজ্যের সাথে ত্রিপুরায় ও প্রার্থী চয়নের বিষয়ে কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *