আগুনে পুড়ে ছাই খড়ের মোড়ল

আগরতলা,৭ ফেব্রুয়ারি: আগুনে পুড়ে ছাই খড়ের মোড়ল। ওই ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে।

জানা গিয়েছে,তেলিয়ামুড়া থানাধীন ডিএম কলোনি এলাকায় ধীরেন্দ্র রায়ের বাড়িতে আগুনে পুড়ে ছাই  হয়ে গিয়েছে খড়ের মোড়ল। খড়ের মোড়ল আগুন লাগার দৃশ্য দেখতে পেয়ে স্থানীয় লোকজন চেঁচামেচি শুরু করেছিলেন। সাথে সাথে দমকলবাহিনীকে খবর পাঠানো হয়েছিল। খবর পেয়ে দমকলবাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে  গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

জনৈক দমকলবাহিনী বলেন, অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ হাজার টাকা হবে।